Header Ads

Header ADS

কম্পিউটারে সকল প্রকার পর্ন সাইট বন্ধ করুন! Must See!!!

আজকের টিউনের আগে একটা ছোট গল্প বলি,
গতকাল আমার এলাকার এক ছোটভাই, (বেশ অনেক দিনের চেনাজানা, ভালোই সম্পর্ক) আমার বাসাতে আসছিলো, আমি নুডলস রান্না করবো বলে দোকানে যাবো বললাম, ছোটভাই বললো কম্পিউটার অন করে দিয়ে যেতে।
দোকান থেকে আসার পরে বেশ সময় ধরে বেল টিপলেও ছোটভাই এর কোন খবর নাই, অনেক কাহিনীর পরে কম্পিউটারের হিস্ট্রি চেক করে আমার মাথা নষ্ট! হুম, ছোটভাই নেট পেয়ে পর্ন দেখছিলো! -_-



অনেক সময় আমাদের কম্পিঊটারে ছোট ভাই-বোনেরা সহ অনেকে ব্যবহার করে। স্বাভাবতই খারাপ জিনিসে মানুষকে বেশী টানে, চাইলেই নিজেকে কন্ট্রোল করা সহজ নয়। >:(
আজকে আমি আপনাদের একটি এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিবো, যার মাধ্যমে আপনার কম্পিউটারে কোন প্রকার পর্ন সাইট ওপেন হবেনা। এমনকি কোন প্রকার এডাল্ট কন্টেন্ট ও শো করবেনা।

Parental Control - Adult Blocker

এই এক্সটেনশনটা অস্থির, আমি ব্যবহার করতেছি। এটার ৪৭, ০০০+ ইউজার রয়েছে। ব্যবহার করে বেশ ভালো লাগলো।
কিছু স্ক্রিণসর্ট দেখুন-

এটা এক্সটেনশন যুক্ত করার আগে,
এখন-

দেখুন, কোন সার্চ রেজাল্ট দেখাচ্ছেনা।
এডাল্ট কনটেন্ট ব্লক দেখুন-

সো, আমার মতে সকলের ই এটা ইন্সটল থাকা প্রয়োজন। Cz কখন কি হয় বলা তো আর যায়নাহ!):
অনেক কথা হলো, এবার ইন্সটল করে নিন-
For Google Chrome
For Mozilla Firefox

আশাকরি, সকলের হেল্প হবে।

ফেইসবুকে আমি

টিউনটি আগে এখানে প্রকাশিত

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.